ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায়: ভিডিও ভাইরালের পর যুবক গ্রেফতার

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আশরাফুল আলম (২৩)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। অভিযানে ধানমন্ডি থানার পাশাপাশি হাজারীবাগ থানা পুলিশও সহায়তা করে।

এর আগে ১৩ এপ্রিল সন্ধ্যায় ধানমন্ডির রোড নম্বর ২/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আশরাফুলসহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল চাঁদা আদায়ের ঘটনা স্বীকার করেছে। সে জানিয়েছে, চার মাস ধরে তারা ধানমন্ডি ও আশপাশের এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের টার্গেট করে চাঁদা আদায় করে আসছিল।

এ ঘটনায় আশরাফুলসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায়: ভিডিও ভাইরালের পর যুবক গ্রেফতার

আপলোড সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আশরাফুল আলম (২৩)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। অভিযানে ধানমন্ডি থানার পাশাপাশি হাজারীবাগ থানা পুলিশও সহায়তা করে।

এর আগে ১৩ এপ্রিল সন্ধ্যায় ধানমন্ডির রোড নম্বর ২/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আশরাফুলসহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল চাঁদা আদায়ের ঘটনা স্বীকার করেছে। সে জানিয়েছে, চার মাস ধরে তারা ধানমন্ডি ও আশপাশের এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের টার্গেট করে চাঁদা আদায় করে আসছিল।

এ ঘটনায় আশরাফুলসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন