ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ১১টি অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রম্যমান আদালত জরিমানা

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কয়েছে ভ্রম্যমান আদানত । লাইসেন্স ছাড়া পরিচালিত এসব করাতকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ১১টি করাতকলকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ লঙ্ঘনের অপরাধ এনে মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করেন ভ্রম্যামান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দীর্ঘদিন ধরে তেঘরিয়া এলাকার বেশ কয়েকটি করাতকল সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও জানান,আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও লাইসেন্সবিহীন করাতকল বা অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে ১১টি অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রম্যমান আদালত জরিমানা

আপলোড সময় : ১০:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কয়েছে ভ্রম্যমান আদানত । লাইসেন্স ছাড়া পরিচালিত এসব করাতকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ১১টি করাতকলকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ লঙ্ঘনের অপরাধ এনে মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করেন ভ্রম্যামান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দীর্ঘদিন ধরে তেঘরিয়া এলাকার বেশ কয়েকটি করাতকল সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও জানান,আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও লাইসেন্সবিহীন করাতকল বা অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন