ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৬.৫ কেজি হেরোইনসহ ‘মাদক গডফাদার’ গ্রেফতার, উদ্ধার ১৩ লাখ টাকা

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে বড় পরিমাণ হেরোইন, বিপুল পরিমাণ নগদ টাকা ও সরঞ্জামসহ মোঃ তারেক হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোদাগাড়ী থানাধীন তিরিন্দা ভাজানপুর গ্রামের নিজস্ব মার্কেটের একটি স্টোররুম থেকে মোট ৬.৫ কেজি হেরোইন, ১৩ লাখ টাকা, একটি ইলেকট্রিক সিল মেশিন ও একটি Nokia TA-1030 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোঃ জিললুর রহমান। অভিযানে সহায়তা করেন সহকারী পরিচালক রীফা রাওনাক নীতু, পরিদর্শক পারভীন আক্তারসহ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর ২৪ জন সদস্যের একটি দল।

অভিযান শুরুর পূর্বে তারেক হোসেনকে তার বাসভবন থেকে নগদ টাকাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নিজস্ব মার্কেট ও গরুর খামারে অভিযান চালিয়ে হেরোইনের বিশাল চালানটি জব্দ করা হয়।

আসামির স্টোর রুমে লুকিয়ে রাখা প্লাস্টিক বস্তা থেকে ৮টি প্যাকেটে ৫০০ গ্রাম করে মোট ৪ কেজি এবং ২৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে ২.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া হেরোইন বিক্রির টাকা হিসেবে ১০০০ টাকার ৬ বান্ডিল (৬ লাখ) এবং ৫০০ টাকার ১৪ বান্ডিল (৭ লাখ) পাওয়া যায়।

গ্রেফতারকৃত তারেক হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে হেরোইন সরবরাহের সঙ্গে যুক্ত এবং এই চক্রের অন্যান্য হোতারা এখনো নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, এটাই রাজশাহী অঞ্চলে ডিএনসি-র ইতিহাসে সবচেয়ে বড় হেরোইন চালান উদ্ধারের ঘটনা বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে ৬.৫ কেজি হেরোইনসহ ‘মাদক গডফাদার’ গ্রেফতার, উদ্ধার ১৩ লাখ টাকা

আপলোড সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে বড় পরিমাণ হেরোইন, বিপুল পরিমাণ নগদ টাকা ও সরঞ্জামসহ মোঃ তারেক হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোদাগাড়ী থানাধীন তিরিন্দা ভাজানপুর গ্রামের নিজস্ব মার্কেটের একটি স্টোররুম থেকে মোট ৬.৫ কেজি হেরোইন, ১৩ লাখ টাকা, একটি ইলেকট্রিক সিল মেশিন ও একটি Nokia TA-1030 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোঃ জিললুর রহমান। অভিযানে সহায়তা করেন সহকারী পরিচালক রীফা রাওনাক নীতু, পরিদর্শক পারভীন আক্তারসহ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর ২৪ জন সদস্যের একটি দল।

অভিযান শুরুর পূর্বে তারেক হোসেনকে তার বাসভবন থেকে নগদ টাকাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নিজস্ব মার্কেট ও গরুর খামারে অভিযান চালিয়ে হেরোইনের বিশাল চালানটি জব্দ করা হয়।

আসামির স্টোর রুমে লুকিয়ে রাখা প্লাস্টিক বস্তা থেকে ৮টি প্যাকেটে ৫০০ গ্রাম করে মোট ৪ কেজি এবং ২৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে ২.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া হেরোইন বিক্রির টাকা হিসেবে ১০০০ টাকার ৬ বান্ডিল (৬ লাখ) এবং ৫০০ টাকার ১৪ বান্ডিল (৭ লাখ) পাওয়া যায়।

গ্রেফতারকৃত তারেক হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে হেরোইন সরবরাহের সঙ্গে যুক্ত এবং এই চক্রের অন্যান্য হোতারা এখনো নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, এটাই রাজশাহী অঞ্চলে ডিএনসি-র ইতিহাসে সবচেয়ে বড় হেরোইন চালান উদ্ধারের ঘটনা বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন