নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত গৃহ হস্তান্তর
- আপলোড সময় : ১১:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার উদ্যোগে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট বিগত ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৩০ এপ্রিল ) নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের নিকট নির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামছুল আরেফিন, এনডিসি, পিএসসি (ব্রিগেড কমান্ডার, ৩৩ আর্টিলারি ব্রিগেড, কুমিল্লা ডিভিশন), লেফটেন্যান্ট কর্ণেল রিফাত আনোয়ার, পিএসসি, জি (কমান্ডিং অফিসার, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমা বিনতে আমিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।