ডেমরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ ৬০ হাজার টাকা লুট: থানায় মামলা

- আপলোড সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় জমিতে মাটি সরবরাহের সময় মেহেদী হাসান (৩০) ও তার মামা নুর আলম (৪২) নামে দুই ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা লুটে নেওয়ার পাশাপশি মাটিভর্তি একটি ডাম্পার ট্রাক ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মেহেদী হাসান বুধবার (৭ মে) রাতে চিহ্নিত ৩ জনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। অভিযুক্তরা হলো- মেন্দিপুর এলাকার লিয়াকত মাতাব্বরের ছেলে পারভেজ (৩৮), মোতালেব খাঁনের ছেলে শাওন (৩৮) ও মৃত বাছেদ বেপারীর ছেলে বাদল বেপারী (৪০)। গত ৬ মে রাত ১১ টার দিকে মেন্দিপুর আতিক রোড এলাকায় জাহাঙ্গীর আলমের জমিতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো.মাহমুদুর রহমান বলেন, গত ৬ মে রাতে অভিযুক্তরা চাপাতি দিয়ে মেহেদীসহ তার মামাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখমের পাশাপাশি বেধড়ক মারধর করে। এ সময় ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। ওই রাতেই আহত অবস্থায় ভুক্তভোগীদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।