নোয়াখালীতে ম্যাক্সফেয়ার এন্ড কোম্পানী লিমিটেডের চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আপলোড সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৩০৬ বার পড়া হয়েছে
নোয়াখালী চৌমুহনীতে ম্যাক্সফেয়ার এন্ড কোম্পানী লিমিটেডের চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১৩ মে ) সকালে চৌমুহনী হক শপিং মলের হ্যাংআউটে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট হোমিও চিকিৎসক ও নোয়াখালী জেলা ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যাক্সফেয়ার এন্ড কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এস এ এম রেজাউর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং শারমিন বিনতে রেজা, নোয়াখালী এম এ রহমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রভাষক তৌহিদ হাসান প্রসূন।
আরো উপস্থিত ছিলেন ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানীর ম্যানেজার ইনচার্জ মার্কেটিং শামসুজ্জোহা আলম, এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে নোয়াখালীর বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।