ডেমরায় অভ্যন্তরীণ সড়ক ৪০ ফিট প্রশস্ত করে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

- আপলোড সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় রাজউকের নকশা অনুযায়ী অভ্যন্তরীণ সড়ক ৪০ ফিট প্রশস্থ করে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে ডিএসসিসির কাছে দাবি জানিয়ে ৭০ নং ওয়ার্ডের মস্তমাঝি-ঠুলঠুলিয়া সড়কের দুর্গাপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সড়কের দুই পাশে জমি ও বাড়ির মালিকরা এ মানববন্ধনের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন ৭০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. গরীব উল্লাহ। সাধারণ সম্পাদক আবুল নোমান বেপারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্থানীয় মোসলে উদ্দিন বেপারী, মোহাম্মদ পারভেজ, নাহিদ খান, ফিরোজ মিয়া, মুকুল হাজী ও মো. মাসুম সহ এলাকার জমির মালিকবৃন্দ।
মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ডিএসসিসি ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত ১.৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরনের কাজ শুরু করেছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের লোকজন এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে সড়কের দুই পাশের গাছপালা ও বাড়ি ঘরের বাউন্ডারি বেড়া উচ্ছেদ শুরু করেছে। এদিকে বহিরাগত কিছু লোকজন এ সড়ক সম্প্রসারণ কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। এতে করে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে, আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
এ বিষয়ে ডেমরা নড়াইপুর এলাকার বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. আবুল হাশেম মোল্লা বলেন, ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ডের মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া পর্যন্ত সড়কটি ৪০ ফিট প্রশস্ত করে পরিকল্পিতভাবে নির্মাণ করা হলে আশপাশের জমির দাম বেড়ে যাবে কয়েক গুণ। সড়কের দুই পাশের এলাকা দ্রুত সময়ের মধ্যে উন্নত হয়ে উঠবে। একটি আবাসন আবাসন প্রকল্প ও কতিপয় অসাধু ব্যক্তি এ সড়ক উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় ব্যক্তি স্বার্থের কারণে।
এ বিষয়ে ডিএসসিসির অঞ্চল-৬ আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো.পারভেজ রানা বলেন, রাস্তাটি রাজউকের নকশা অনুযায়ী সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাসহ ৪০ ফিট প্রশস্ত করে পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর এ রাস্তার দু’পাশে ১৮টি স্থাপনা রয়েছে। বাড়ি রয়েছে ১৩ টি, এগুলোর মধ্যে ৭ জন বাড়ির মালিক ইতিমধ্যে আমাদের সঙ্গে সমন্বয় করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি নির্মাণ করা হয়।