অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে গণসংযোগে কাজী দ্বীন মোহাম্মদ
- আপলোড সময় : ১১:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৩৩১ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
নিয়মিত গণসংযোগ, কৌশল বিনিময় ও পথসভা আয়োজনের মাধ্যমে তিনি জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন। তারই অংশ হিসেবে শনিবার (২১ জুন) কুমিল্লা মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢুলিপাড়া বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজাপাড়া পর্যন্ত এই গণসংযোগে প্রত্যেকটি অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন কাজী দ্বীন মোহাম্মদ।
গণসংযোগে নেতৃত্ব দেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের শুরা সদস্য ও বিশ্বরোড অঞ্চল পরিচালক মুহাম্মদ হুসাইন,
ওয়ার্ড সেক্রেটারি নজরুল ইসলাম শিমন, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ ভূঁইয়া ও জি এম শাহজাহান,
অফিস সম্পাদক মেহেদি হাসান নাদিম,
বাইতুল মাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন,
প্রচার সম্পাদক হারুনুর রশীদ খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“দেশে জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা অপরিহার্য। ইনসাফ, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই প্রতীকই একমাত্র ভরসা। সকলকে ঐক্যবদ্ধভাবে এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।