সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- আপলোড সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে
কয়েক মাস আগে দক্ষিণ গোরকাটার মিলাত আলী ভূঁইয়া বাড়িতে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে মোঃ হারুনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতির গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন।
তবে সৈয়দ হারুন ফাউন্ডেশন তার বিভিন্ন ব্যস্ত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাঝেও ভুলে যায়নি সেই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে। দেরিতে হলেও, সীমাবদ্ধতার মধ্য থেকেও ফাউন্ডেশন এগিয়ে এসেছে সামান্য সহমর্মিতা ও আর্থিক সহায়তা নিয়ে।
সোমবার (২৩ জুন) ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমাজসেবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ, বর্তমান আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, ৭নং ওয়ার্ডের প্রতিনিধি সদস্য, রমজান আলী মাসুম, মোঃ তানিম কাউসার ভূঁইয়া এবং মোঃ আরাফাত হোসেন (সিয়াম) -সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
এই ক্ষুদ্র সহায়তা হয়তো হারুন ভাইয়ের হারানো ঘরবাড়ি ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা-তা ছড়িয়ে দিতে পারবে নিঃসন্দেহে।
সৈয়দ হারুন ফাউন্ডেশন বিশ্বাস করে, সহানুভূতির ধারা অব্যাহত থাকলে পুনর্গঠনের পথ কখনো থেমে থাকে না। মানবিক সহায়তায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এক অভূতপূর্ব দৃষ্টান্ত হিসেবে সকলের হৃদয়ে জাগ্রত হয়ে রইবে।