সিদ্ধিরগঞ্জে নাভানা সিটির বালুর মাঠের কোরবানীর পশুর হাটের র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ২৩৪ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠে কোরবানীর পশুর হাট কমিটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও সম্মানিত ক্রেতাবৃন্দের জন্য পূর্ব ঘোষিত পুরস্কার “আর ওয়ান ফাইভ” মোটরসাইকেলের র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটির বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধন বক্তা হিসেব উপস্তিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেত ইমাম হেসেন বাদলসহ হাট কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
র্যাফেল “ড্র” অনুষ্ঠানে ৯ জন ক্রেতাকে ডিনার সেট এবং নাসিক ৯নং ওয়ার্ডের আবুল হোসেন নামের এক ক্রেতা প্রথম পুরষ্কার “আর ওয়ান ফাইভ” মোটর সাইকেল বিজয়ী হয়েছেন। আবুল হোসেন ৮৫ হাজার টাকার বিনিময়ে একটি গরু ক্রয় করেছিলেন বলে জানা গেছে।