মানবতার কল্যাণে মানুষের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন
- আপলোড সময় : ১১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৩১০ বার পড়া হয়েছে
করোনাকালে যার প্রবাস-জীবন থেমে গিয়েছিল বহু আগেই, সেই জাকির হোসেন সম্প্রতি ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। উত্তর মানিকপুরের এই মানুষটির জীবন আজ থমকে গেছে চিকিৎসা ব্যয়ের ভারে। এই সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
”মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ প্রকাশ- যেখানে ব্যথিত এক প্রাণের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দেয় সৈয়দ হারুন ফাউন্ডেশন। ছোট সহায়তা, বড় আশ্বাস।”
শুক্রবার ( ২৭ জুন ) বিকেলে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমাজসেবক মির্জা সোলেমান, বর্তমান আহ্বায়ক ইমরান হোসেন ও উত্তর মানিকপুর ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি সদস্য নেছার উদ্দিন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাকির হোসেনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
সৈয়দ হারুন ফাউন্ডেশন বিশ্বাস করে- সহানুভূতির একটি হাতই পারে ভাঙা মন, ভাঙা জীবনকে নতুন আশায় জাগিয়ে তুলতে। মানবিক সহায়তায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এক অভূতপূর্ব দৃষ্টান্ত হিসেবে সকলের হৃদয়ে জাগ্রত হয়ে রইবে।