সেনবাগ থানায় কর্মরত ও বিভিন্ন কাজে আগতদের তৃষ্ণা মেটাতে ওয়াটার কুলার উদ্বোধন
- আপলোড সময় : ০৮:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩০৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত ও বিভিন্ন কাজে আগতদের তৃষ্ণা মেটাতে ওয়াটার কুলার উদ্বোধন করা হয়।
বুধবার ( ২ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত ও বিভিন্ন কাজে আগতদের তৃষ্ণা মেটাতে ওয়াটার কুলার স্হাপন ও এর শুভ উদ্বোধন করা হয়েছে। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে জার্মান প্রবাসী ও ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী ও ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আই পি ও সৌদি আরব প্রবাসী মো: মহিন উদ্দিন এর অর্থায়নে সুপ্রিম পানির কুলার স্হাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক নূর হোসেনের সঞ্চানায় সভাপতিত্ব করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টু।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত ) মো: হযরত আলী মিলন। আরো বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সমাজসেবকবৃন্দ।
এসময় সেনবাগ বাজারে ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালকবৃন্দ, সেনবাগ থানায় আগত সেবা গ্রহণকারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।