ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এস এস সি ৯৩ আড্ডার উদ্যোগে ফল উতসব উদযাপিত।

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

গতকাল রাজধানী ঢাকার আগারগাও বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন অডিটোরিয়ামে এস এস সি ৯৩ গ্রুপের উদ্যোগে সারাদিন ব্যাপী এক আনন্দ আড্ডার মাধ্যমে এক বন্ধু মিলন মেলার আয়োজন করা হয় এতে এডমিন লায়ন আবুল বাসার নিপু ও শাহনাজের সঞ্চালনায় সারাদেশ থেকে আগত অসংখ্য বন্ধুদের সমাগম ঘটে। দুপুরে জুম্মার নামাজের পর শুরু হয় এই অনুষ্ঠান। দুপুরে মজাদার খাবার বিকেলে দই চিড়া ও বিভিন্ন রকম ফল দিয়ে উদযাপন করা হয় ফল উতসব। খাবারের পর কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গ্রুপের এডমিন সদস্য সাংবাদিক সুমন চৌধুরী সহ একাধিক বন্ধুরা আবৃত্তি করেন এরপর আরম্ভ হয় ধামাকা ব্যান্ড শো এতে ৯৩ বিভিন্ন জেলার বন্ধুদের পাশাপাশি গান করেন জনপ্রিয় রক শিল্পী ইকবাল হোসেন রানা, হাবিব,জিয়া,মনির,সহ অনেকে পুরো আয়োজন ঘিরে এডমিন প্যানেলে নিপু,পলাশ,রুবেল, ফারুক,শাহানাজ, বাপ্পা,আলম,শফিক,ইমরান ও সুমন চৌধুরী ব্যাপক পরিশ্রম করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে স্থানীয় লায়ন নেত্রী সহ বিশ্বখ্যাত আসাদুজ্জামান বাবু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরিশেষে অত্যান্ত সুন্দরভাবে আয়োজন টি শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এস এস সি ৯৩ আড্ডার উদ্যোগে ফল উতসব উদযাপিত।

আপলোড সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

গতকাল রাজধানী ঢাকার আগারগাও বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন অডিটোরিয়ামে এস এস সি ৯৩ গ্রুপের উদ্যোগে সারাদিন ব্যাপী এক আনন্দ আড্ডার মাধ্যমে এক বন্ধু মিলন মেলার আয়োজন করা হয় এতে এডমিন লায়ন আবুল বাসার নিপু ও শাহনাজের সঞ্চালনায় সারাদেশ থেকে আগত অসংখ্য বন্ধুদের সমাগম ঘটে। দুপুরে জুম্মার নামাজের পর শুরু হয় এই অনুষ্ঠান। দুপুরে মজাদার খাবার বিকেলে দই চিড়া ও বিভিন্ন রকম ফল দিয়ে উদযাপন করা হয় ফল উতসব। খাবারের পর কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গ্রুপের এডমিন সদস্য সাংবাদিক সুমন চৌধুরী সহ একাধিক বন্ধুরা আবৃত্তি করেন এরপর আরম্ভ হয় ধামাকা ব্যান্ড শো এতে ৯৩ বিভিন্ন জেলার বন্ধুদের পাশাপাশি গান করেন জনপ্রিয় রক শিল্পী ইকবাল হোসেন রানা, হাবিব,জিয়া,মনির,সহ অনেকে পুরো আয়োজন ঘিরে এডমিন প্যানেলে নিপু,পলাশ,রুবেল, ফারুক,শাহানাজ, বাপ্পা,আলম,শফিক,ইমরান ও সুমন চৌধুরী ব্যাপক পরিশ্রম করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে স্থানীয় লায়ন নেত্রী সহ বিশ্বখ্যাত আসাদুজ্জামান বাবু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরিশেষে অত্যান্ত সুন্দরভাবে আয়োজন টি শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন