কেরানীগঞ্জে শহীদদের কবর সংরক্ষণ ও বাঁধাই করলেন উপজেলা প্রশাসন
- আপলোড সময় : ১২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৯৮১ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো গণআন্দোলনের শহীদদের কবর সংরক্ষণ ও বাঁধাইয়ের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত গণআন্দোলনের সময় কেরানীগঞ্জে ছয়জন ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই কবর সংরক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়।
ইতিমধ্যে শহীদদের কবর বাঁধাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিচর্যার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবরস্থানে সংরক্ষিত তথ্য ফলকও স্থাপন করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা শহীদদের নাম, অবদান ও ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে পারেন।
ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ কেবল শ্রদ্ধা জানানো নয়, এটি ইতিহাসকে সজীব রাখার একটি প্রয়াস।”
উল্লেখ্য, ৪৯৫টি উপজেলার মধ্যে কেরানীগঞ্জই প্রথম, যেখানে ২০২৪ সালের আন্দোলনের শহীদদের কবর এইভাবে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো।