সম্পত্তির বিরোধে গুরুতর আহত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর মাইজদী জাপান বাংলাদেশ হসপিটালে ভুক্তভোগী আজিমুল হক সংবাদ সম্মেলনে থানায় অভিযোগের বিষয় তুলে ধরে বলেন, আমি বাদী মোঃ আজিমুল হক ( হক সার (৪২) পিতা-মোঃ রায়, মধ্য বীজবাগ, মোবারক আলী বেপারী বাড়ী, ০৬নং ওয়ার্ড, ০৮নং বীজবাগ ইউপি, থানা- সেনবাগ, জেলা-নোয়াখালী।
বিবাদীঃ-১। মোঃ জাবেদ (২২) পিতা-মোঃ মোস্তফা মানিক, ২। মোঃ আলাউদ্দিন (৫০), ৩। মোঃ ছালাউদ্দিন (৪৫), ৪। মোঃ মোস্তফা মানিক (৫৫) সর্বপিতা-মৃত- লোকমান হোসেন, ৫। মোঃ টিপু সুলতান হায়দার (১৫) পিতা-মোঃ মোস্তফা মানিক, ৬। মোঃ জসিম উদ্দিন ও তার (৪০), ৭। মোঃ শফিউল্যাহ (৪৩) উভয়পিতা- মৃত-এতিম আলী, ৮। মোঃ ইমন হোসেন (২০) পিতা-মোঃ ছালাউদ্দিন, সর্বসাং-মধ্যম বীজবাগ, ৯। মোঃ আজগর হোসেন (২১), ১০। মো: সাগর (২৩) উভয়পিতা-মোঃ শাহজাহান, উভয়সাং-রফিকপুর, থানা-বেগমগঞ্জ, ১১। মোঃ ইসলাম হোসেন (২০) পিতা-মোঃ বাদশা মিয়া, সাং-ভাটিয়া, থানা-কবিরহাট, সর্বজেলা-নোয়াখালী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
উক্ত বিরোধের জের ধরিয়া বর্ণিত বিবাদীগন আমাদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গালমন্দ, অত্যাচার, অবিচার সহ আমাদের দখলীয় সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করিতে থাকে। পরবর্তীতে আমরা বিষয়টি একাধিকবার স্থানীয় গন্যমান্য লোকজনকে অবহিত করিয়া সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করি। কিন্তু বিবাদীগণ স্থানীয় বিচার শালিসের অমান্য করিয়া আমাদের পরিবারের সদস্যদেরকে খুন, জখম সহ বাড়ী থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।
তারপরেও আমরা বিবাদীদের সাথে বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের অপেক্ষায় থাকি। তারই ধারাবাহিকতায় ঘটনার ১২ জুলাই বিকেল ৫টায় বিবাদীদের সাথে বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের লক্ষ্যে স্থানীয় গন্যমান্য লোকজনের উপস্থিতিতে ফকিরহাট বাজার বাহার ওয়ার্কসপ দোকানের সামনে এক শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত শালিসি বৈঠক চলাকালিন সময় হঠাৎ বর্ণিত বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাদেরকে অশালিন ভাষায় গালমন্দ শুরু করে। তখন আমি সহ আমার ছোট ভাই ০১নং সাক্ষী প্রতিবাদ করায় সকল বিবাদীগণ পুর্ব শত্রুতার জের ধরিয়া এবং পুর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী জনতা দলবদ্ধ হইয়া হাতে দা, ছেনি, কিরিচ, ধারালো ছোরা, লোহার রড, কাঠ, বাঁশের লাঠি ইত্যাদি নিয়া আমাদের উপর হামলা চালাইয়া এলোপাতাড়ী ভাবে আমারেদেরকে পিটাইতে থাকে। ০১নং বিবাদী তাহার হাতে থাকা ছেনি দিয়া আমার ছোট ভাই ০১নং সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে উক্ত কোপ তাহার মাথার বাম পাশে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। ০২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার উক্ত ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া তাহার বাম হাতের হাঁড় ভাঙ্গা জখম করে। ০৩নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চোরা দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে আমার বাম হাতে কাটা রক্তাক্ত জখম করে।
আমাদেরকে রক্ষা করার জন্য আমার চাচাতো ভাই ০২ ও ০৩নং সাক্ষী আগাইয়া আসিলে ০৫নং বিবাদী তাহার হাতে থাকা কাঠ দিয়া আমার চাচাতো ভাই ০২নং সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে মাথা ফাঁটা রক্তাক্ত জখম করে। ০৪নং বিবাদী তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া আমার অপর চাচাতো ভাই ০৩নং সাক্ষীকে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া তাহার ঠোট ফাঁটা রক্তাক্ত করন সহ শরীরের বিভিন্ন স্থানে কালো, নীলা, ফুলা জখম করে। ০৫ হইতে ১১নং বিবাদীগন আমাকে সহ ০১ হইতে ০৩নং সাক্ষীকে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে কালো, নীলা, ফুলা জখম করে। এমন সময় উপস্থিত লোকজন সহ আশপাশের লোকজন আগাইয়া আসিয়া আমাদেরকে রক্ষা করিলে বিবাদীগন উক্ত বিষয়ে কোন ধরনের মামলা মোকদ্দমা করিলে তাহারা আমাদের পরিবারের সদস্যদেরকে খুন, জখম সহ আমাদের বাড়ী/ঘর জ্বালিয়ে দিবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।