নোয়াখালীর সেনবাগে চলাচলের জন্য খালের উপর সেতু তৈরী ও উদ্বোধন
- আপলোড সময় : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে পৌর যুব জামায়াতের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও মানবিকযোদ্ধা আলাউদ্দিন আলোর নেতৃত্বে চলাচলের জন্য খালের উপর সেতু তৈরী করলেন।
সোমবার ( ২১ জুলাই ) বিকেল ৫টায় নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫নং কালীগঞ্জ ওয়ার্ডে জহিরের নতুন বাড়ির দরজায় এ সেতুটি আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
প্রকাশ, খালের পশ্চিম পাড়ে প্রবাসী জহিরের পরিবারসহ বেশ কিছু পরিবারের বসতি হওয়ায় খাল অতিক্রম করে যাওয়া ছাড়া তাদের আর কোন বিকল্প রাস্তা নাই। গত কিছুদিন পূর্বে প্রবাসী জহিরের ৫ বছরের কন্যা সন্তান হাবিবা খালের একটি গাছ শোয়ানো সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে একজন সিএনজি ড্রাইভার তাকে খালের মধ্যে কাতরাতে দেখে, মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড়িটিতে আরো বেশ কয়েকজন বয়োঃবৃদ্ধ এবং বেশ কয়েকটি শিশু বসবাস করে।
বিষয়টি নিয়ে প্রবাসী জহির উদ্বিগ্ন ছিলেন। তিনি ওয়ার্ল্ড ভলান্টিয়ার্স বাংলাদেশ এর পরিচালক তুহিন এর দৃষ্টি আকর্ষণ করলে, নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলো’র সহযোগিতায় সেতু নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তের আলোকে কাঠ দিয়ে একটি সেতু তৈরি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভার আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম হোসেন শাহিন, সমাজসেবক আব্দুল আজিজ, ডাক্তার আজাদুর রহমান, প্রবাসী জহিরের পিতা রফিকুল ইসলাম, রিয়াদ, মহিন, স্বপন প্রমুখ।