“ভলান্টিয়ার ফর সেনবাগ” কাদরা টু গোরকাটায় বৃক্ষরোপন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৪৭৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার ( ২আগস্ট ) বিকেলে নোয়াখালীর “ভলান্টিয়ার ফর সেনবাগ” এই সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের মাধ্যমে নানানভাবে, নানানরকম পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় উত্তর কাদরা থেকে গোরকাটা বটতলা সড়কের দু’ধারে ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন পরিচালনা করছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবকগণ ঝাউগাছের চারা লাগানোর কাজে ব্যস্ত।
বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু, সভাপতি মনির আহমেদ জুলেট, সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও ক্রিকেটখোর ব্যাটালিয়ন, নোয়াখালী জোন এর অধিনায়ক মিজানুর রহমান (সুমন), সদস্য আনোয়ার হোসেন , শামছুল আলম টিপু, জহিরুল ইসলাম জহির, মো: জীবন প্রমুখ।
এসময় শামিম,রাকিব, সিয়াম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক হৃদয়ের টানে এগিয়ে এসে স্বেচ্ছায় বৃক্ষরোপন কার্যক্রমে শরিক হয়েছেন।
”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ ইং বাস্তবায়নে সেনবাগে বিভিন্ন ইউনিয়নের সকল রাস্তায় স্হানীয় জনগণের সার্বিক সহযোগিতায় আমাদের এ কর্মসূচি বাস্তবায়নে চলমান থাকবে।