শিরোনাম :
রিয়াদে বাউল গানের আড্ডা অনুষ্ঠিত
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৩৩৬ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাউল গানের আসর “বাউল আড্ডায়” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) দিবাগত রাতে রিয়াদের ওয়াদী আল হানিফায় এ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।
রিয়াদের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আলী নুর রনির উপস্থাপনায় ইকবাল ও রাকিব এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পী নূর কাজল,রিয়াদের রেনু সরকার,ইমন বাউল,সিরাজ সরকার,রিপন সহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান,সাধারণ সমপাদক ফকির আল আমিন সহ প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যাক প্রবাসী দর্শক গভীর রাত পর্যন্ত আনন্দ আড্ডায় গান উপভোগ করেন এবং
দর্শকদের জন্য উপহার হিসাবে এনটিভি দর্শক ফোরামের সৌজন্য প্রান কোম্পানির খাদ্য সামগ্রী বিতরন করা হয়।