ডেমরায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খাল নিষ্কাশন
- আপলোড সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে
প্রশংসায় ভাসছেন পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী রকিবুল আলম রাজীব। করেছেন অসম্ভবকে সম্ভব। স্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হচ্ছে ভূমিদস্যু আর রাজনৈতিক প্রভাবশালীদের ক্ষমতা দিয়ে গড়া স্থাপনাগুলো। অন্যদিকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে খালের মধ্যে জমে থাকা মানব সৃষ্ট বর্জ্য। এ অবৈধ স্থাপনা আর মানব সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার যাতাকলে পিষ্ট রাজধানীর দক্ষিণ সিটির ৬৪-৬৫,৬৬ নং ওয়ার্ডসহ আশপাশের বিস্তীর্ণ একটি অঞ্চল। যার সর্বনাশা পরিনাম সামান্য বৃষ্টি হলেই অসহনীয় জলবদ্ধতা। যাত্রাবাড়ী ডেমরা কদমতলী থানা সহ আশপাশের প্রায় ২০ লক্ষ মানুষ এই জলাবদ্ধতার ভয়ংকর থাবায় বছরের পর বছর ভুক্তভোগী হয়ে জীবন যাপন করছেন। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়মিত করা আদায় করা হলেও বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি কখনোই। তাই একটু বৃষ্টি হলেই কোনাপাড়া, ফার্মের মোড়, শান্তিবাগ, বানিয়ারবাগ, মেডিকেল রোড, মুসলিম নগর, দক্ষিণপাড়া, রায়েরবাগ, মেরাজনগর, মোহাম্মদ বাগসহ কয়েকশত মহল্লার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এসব এলাকায় কর্মজীবী মানুষ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামি শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এছাড়াও দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে এসব পচা দুর্গন্ধযুক্ত পানি থেকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ছড়ায়। জন্ম নেয় এডিস মশার লার্ভা। ওয়াসার সরবরাহকৃত পানি পাইপের লিকেজ থেকে ময়লা পানি মিশে দূষিত হয় খাবার পানি। যে কারণে কলেরা টাইফয়েড আমাশয়ের রোগীর সংখ্যাও এখানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই পানি উন্নয়ন বোর্ডের গৃহীত এই নিষ্কাশন খাল গুলো সংস্কারের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
গত ৩১ জুলাই The New Nation পত্রিকার সাংবাদিক নাজমুল হাসান এ বিষয়ে প্রতিবেদন করার পর বিষয়টি আমলে নেয় পানি উন্নয়ন বোর্ড।সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এই নিষ্কাশন খালটি সংস্কারের ফলে আশা করছি জলবদ্ধতা নিরসন হবে। মাতুয়াইল শিশু ও মাতৃ-স্বাস্থ্য ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার মোঃ এমদাদুল হক বলেন, পানি উন্নয়ন বোর্ডের গৃহীত এই কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই।
মাতুয়াইল আইসিএমএইচ এর নিরাপত্তা বিভাগের প্রধান সমন্বয়কারী আফিজ উদ্দিন বলেন, দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনে নিস্কাশন খাল খনন করায় এলাকাবাসীর দূর্ভোগ লাঘব হবে।



















