লায়ন মো: শাহাদাত হোসেন মানিকপুর ঈদগাঁ’র উন্নয়নে ১’লাখ টাকা অনুদান প্রদান
- আপলোড সময় : ১১:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের মানিকপুর ঈদগাঁ’র উন্নয়নে ১’লাখ টাকা অনুদান প্রদান করেছেন লায়ন মো: শাহাদাত হোসেন।
রোববার ( ৩ আগস্ট ) লায়ন মো: শাহাদাত হোসেন মানিকপুর ঈদগাঁ’র উন্নয়নে ১’লাখ টাকা অনুদান ঈদগাঁ’র একাউন্টে জমা দেন।
ঈদগাঁ উন্নয়নের জন্য ব্যাংকে টাকা দিয়ে বলেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের মানুষ হিসেবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন এবং আমাকে সুযোগ প্রদান করেছেন মানিকপুর ঈদগাঁহ এর উন্নয়ন কার্যক্রমে জড়িত থাকার জন্য। সেই ধরাবাহিকতা অনুযায়ী আমি মানিকপুর ঈদগাঁহ এর উন্নয়নের জন্য এক লক্ষ টাকা প্রদান করিলাম, মানিকপুর ঈদগাঁহ এর উন্নয়ন একাউন্টে।
তিনি আরো বলেন, আশা করি, আপনারা সবাই মানিকপুর ঈদগাঁহ – Manikpur Eidgah উন্নয়ন কমিটির ডাকে আন্তরিকভাবে সাড়া দিবেন, যাতে প্রতিশ্রুত সকল উন্নয়নমূলক কাজ সময়মতো ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
স্হানীয় এলাকাবাসীরা জানান, মানিকপুর ঈদগাঁহ এর উন্নয়ন কাজে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে যাঁরা সহযোগিতা করেছেন, আমরা তাঁদের ও তাঁদের বংশধরদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাই-আল্লাহ য়েন আখেরাত জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করেন,আমিন।