কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি মেম্বার গুরুতর আহত
- আপলোড সময় : ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের জামাল উদ্দিন মেম্বার।
শনিবার ( ১০ আগস্ট ) রাত ৯টার দিকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর পরই একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জামাল উদ্দিন মেম্বারের উপর চড়াও হয়। এ সময় বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবী, এ ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিরোধ জড়িত থাকতে পারে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।