মনোহরগঞ্জে জুলাই বিপ্লব ২০২৫ রচনা প্রতিযোগিতার পুরষ্কাার বিতরন
- আপলোড সময় : ১০:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৩৯০ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে জুলাই বিপ্লব ২০২৫ উপলক্ার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। শনিবার (১৬আগস্ট)সকাল ১০টায় স্থানীয় খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা (পূর্ব) সভাপতি রবিউল হোসেন।
এসময় তিনি বলেন -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই -আগস্ট বিপ্লব ছিলো বাংলাদেশের জন্য একটি স্মরণীয় ঘটনা। আমরা আজ ঐ বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। তিনি বলেন – শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে বাংলাদেশের সেবা ও নেতৃত্ব দিতে হবে। মাসটিকে ও বিপ্লবটিকে স্মরণীয় রাখতে আজকের এ আয়োজন বলেও তিনি জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খিলা ইউনিয়নের উদ্যোগে জুলাই বিপ্লব ২০২৫ রচনা প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান খিলা ইউনিয়ন সভাপতি শিহাবুল ইসলাম নাইমের সভাপতিত্বে ও জোবায়ের হোসেন ইস্তির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন, জাহিদুল ইসলাম খিলা ইউনিয়নের সাবেক সভাপতি জোবায়েদুল ইসলাম, ইয়াছিন আরাফাত সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।পরে বিজয়ী ২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।