ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় গার্মেন্টের জমি দখলের অভিযোগে কলেজ প্রিন্সিপাল গ্রেফতার

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ২৭২ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় গার্মেন্টের জমি দখলের অভিযোগে গোলাম মোস্তফা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাঁশেরপুল এলাকায় অবস্থিত নিজ বাড়ী থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়। ডেমরার পাইটি এলাকার জুম গার্মেন্টের জমি দখলের অভিযোগে আদালতের নির্দেশে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, জমি দখলের অভিযোগে প্রিন্সিপাল গোলাম মোস্তফার বিরুদ্ধে আদালতে মামলা করেন (মামলা নং সিআর-২৭৯/২৪) পাইটি এলাকার জুম গার্মেন্ট কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে পেনাল কোড ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৫/১৪৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। এদিকে আদালত ওই মামলার তদন্ত ভার দেন ডিবি পুলিশকে। পরবর্তীতে ডিবি পুলিশের তদন্তে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আর ওই গ্রেফতারি পরোয়নার ভিত্তিতে ডেমরা থানা পুলিশ প্রিন্সিপালকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় গার্মেন্টের জমি দখলের অভিযোগে কলেজ প্রিন্সিপাল গ্রেফতার

আপলোড সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

রাজধানীর ডেমরায় গার্মেন্টের জমি দখলের অভিযোগে গোলাম মোস্তফা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাঁশেরপুল এলাকায় অবস্থিত নিজ বাড়ী থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়। ডেমরার পাইটি এলাকার জুম গার্মেন্টের জমি দখলের অভিযোগে আদালতের নির্দেশে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, জমি দখলের অভিযোগে প্রিন্সিপাল গোলাম মোস্তফার বিরুদ্ধে আদালতে মামলা করেন (মামলা নং সিআর-২৭৯/২৪) পাইটি এলাকার জুম গার্মেন্ট কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে পেনাল কোড ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৫/১৪৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। এদিকে আদালত ওই মামলার তদন্ত ভার দেন ডিবি পুলিশকে। পরবর্তীতে ডিবি পুলিশের তদন্তে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আর ওই গ্রেফতারি পরোয়নার ভিত্তিতে ডেমরা থানা পুলিশ প্রিন্সিপালকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন