“সেনবাগ সিটি ” নির্মাণ হচ্ছে ঢাকায়
- আপলোড সময় : ১২:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৮৯ বার পড়া হয়েছে
ঢাকাস্হ সেনবাগ বহুমুখি সমবায় সমিতির ১৬তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত ঢাকায় নির্মাণ হচ্ছে বহু প্রতিক্ষিত সেনবাগ সিটি।
শুক্রবার ( ২৯ আগস্ট ) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে ঐতিহ্যবাহী “সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সমিতির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও কার্যকরী কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, এয়ার কমোডোর গোলাম হোসেন, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল, উপসচিব আবু নাসের টিপু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের, টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, এডিশনাল এসপি আবুল বাছের, ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক, সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য ও তাদের পরিবারবর্গ।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন ‘সেনবাগ সিটি’ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন।
‘সেনবাগ সিটি’ — ঢাকায় একটি মিনি সেনবাগ।