টিসিবির পণ্য মজুত ও অপব্যবহারের অভিযোগে বিপুল পরিমাণ তেল, চিনি ও ডাল জব্দ
- আপলোড সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারি ও অপব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয় এ অভিযান।
ফরিদাবাদ, গোপীবাগ ও জুরাইনসহ একাধিক স্পটে অভিযানে নেতৃত্ব দেন টিসিবি’র উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসন। এ সময় টিসিবির বিক্রির জন্য বরাদ্দকৃত পণ্য—তেল, চিনি ও ডাল—বিপুল পরিমাণে মজুত অবস্থায় পাওয়া যায়।
অভিযানে মোট ৩টি গুদাম থেকে জব্দ করা হয়েছে ৪,৭০০ কেজি চিনি, ২,৫০০ কেজি ডাল এবং ২,০৫২ লিটার সয়াবিন তেল। এই বিপুল পরিমাণ টিসিবি পণ্য কম দামে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও তা মজুত করে বাজারে উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। টিসিবি সূত্রে জানা যায়, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে টিসিবি পণ্য প্রকৃত উপকারভোগীদের হাতেই পৌঁছে