খিলগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী সিফাতের

- আপলোড সময় : ১১:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯৪ বার পড়া হয়েছে
মো. সিফাত উল্লাহ রোমেল (২৮) কাজ করতেন একটি কোম্পানীতে। সকালে ডেমরার বাসা থেকে মোটরসাইকেল করে বের হন অফিসের উদ্দেশে। খিলগাঁওয়ের নাকদারপাড়া এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় তিনি নিহত হন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিফাতের মামা মঞ্জুর রশিদ বলেন, সকালে ডেমরার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন তার ভাগনে। খিলগাঁওয়ের নাকদারপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন সিফাত ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বেলা দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহতের বাড়ি ডেমরার দক্ষিণ বক্সনগরের সারুলিয়ায়। মৃতদেহটি হাসপাতালের মর্গে থেকে তার ডেমরায় নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা রুমেলের আত্মার মাগফিরাত কামনা করছে। সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, রোমেলের জন্মদিন ছিল ১২ সেপ্টেম্বর। প্রত্যেকবারের মতো এবারও তাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তাদের সব আনন্দই কেড়ে নিয়েছে।
স্বজনরা বলেন, রোমেল আর ফিরে আসবে না আমাদের মাঝে। তবে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।