কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ০১
- আপলোড সময় : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১৪ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার নজরুল ইসলাম বরিশাল জেলার মুলাদী থানার উত্তর পাতারতার গ্রামের মো. হানিফ রাঢ়ী ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার জয়েনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। আজ বৃহস্পতিবার সকালে কদমতলী গোলচত্ত্বর এলাকায় ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ (ক্রাইম অ্যান্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সন্ধায় জিনজিরার মনু ব্যাপারীর ঢালে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকশ ডিবি পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলামকে একহাজার টাকার জাল নোটের সাতাত্তর হাজার জাল টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। কিছু চক্র বড় কোনও উৎসব, যেমন ঈদ, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করে এবং বিক্রি করে বলে জানান তিনি।