কেরানীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকা জেলা প্রশাসক
- আপলোড সময় : ১২:১৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ২৯৪ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ। আজ বুধবার (১ অক্টোবর) বিকালে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।
ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ বলেন, যখন কোন উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখি। কেরানীগঞ্জে প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো।
তিনি আরও করেন, আপনাদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করেছি, সেটিই আমাদের বাংলাদেশ। আমরা যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।
এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়াসহ স্থানীয় বিএনপির নেতার উপস্থিত ছিলেন।