সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই কিশোর আটক
- আপলোড সময় : ১২:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই কিশোরকে আটক করা হয়।
বুধবার ( ৮ অক্টোবর ) দুপুরে আটককৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাং দমনে পুলিশ চালিয়েছে বিশেষ অভিযান। গতকাল (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় সেনবাগ থানার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় দুইজনকে হাতেনাতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পর সেনবাগ থানায় মামলা নং-০৩, তারিখ ০৮/১০/২০২৫ ধারা-১৯(এ), The Arms Act, 1878 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ শাহদাত হোসেন (১৮) – পিতা: মোঃ সাইফুল, মাতা: নাসরীন আক্তার, ২. মোঃ বাবলু (২০) – পিতা: মৃত আবুল কাশেম, মাতা: শেফালী বেগম, উভয়ের বাড়ি: পশ্চিম লালপুর (দই বেপারী বাড়ী), ৬নং কাবিলপুর ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানিয়েছে, কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।