সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে এসপিএলের উদ্যোক্তা মিঠুকে সংবর্ধনা
- আপলোড সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক ও শাহরাস্তি এসপিএলের উদ্যোক্তা , ঢাকা প্রথম বিভাগের ক্রিকেটার এবং তৃণমূল পর্যায়ের ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদান রাখায় সাদ্দাম হোসেন মিঠুকে রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে – সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক মুনছুর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু,চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের
উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন , মাসুদ রানা, মোঃ সেলিম, মোঃ ফরিদ হোসেন, মোঃ ইউনুছ,প্রবাসী শাহরাস্তির ফোরামের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমদ ভূঁইয়া, মোঃ জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, মনির হোসেন পলাশ, আবদুল মোমিন, মোঃ সোহেল,কনটেন্ট ক্রিয়েটর আসিফ হাসান সহ প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিফুল ইসলাম।
সভায় চাঁদপুর শাহরাস্তি উপজেলায় বাংলাদেশের প্রথম শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক, এসপিএলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা প্রথম বিভাগের ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।