কেরানীগঞ্জে গাড়ি চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৪টি ট্রাক উদ্ধার
- আপলোড সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৩১৩ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আন্তজেলা গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি–দক্ষিণ)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বিল্লাল ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (২৮), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, গত ৫ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লাবাজার এলাকা থেকে মজিবুর রহমান নামের এক ব্যক্তির একটি ড্রাম ট্রাক চুরি হয়। পরে ১১ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কেরানীগঞ্জ, সাভার ও যশোর এলাকায় একাধিক অভিযান চালিয়ে চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার এবং চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম আরও জানান, উদ্ধার হওয়া ট্রাকগুলোর মধ্যে একটি বাদীর চুরি যাওয়া গাড়ি, যা যশোর থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপ চুরি করে নম্বরপ্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।