ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগে পিসিএল ২০২৫ এর রোমাঞ্চকর ২য় ম্যাচে ৩৬ রানে ফ্রিডম-২৪ এর দাপুটে জয়!

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
  • আপলোড সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২৪৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

রোববার (১২ অক্টোবর) আর সেই আয়োজনে বিকেল ৩টায় অনুষ্ঠিত ২য় ম্যাচে মাঠ কাঁপালো দুই শক্তিশালী দল ফ্রিডম-২৪ বনাম ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্রিডম-২৪। শুরু থেকেই ব্যাট হাতে আগুন ঝরাতে থাকে তাদের দুই ওপেনার। ফখরুলের বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার বন্যা বয়ে যায় কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে। মাত্র ২৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। তার সঙ্গে দেলোয়ারও ছিলেন সমান তালে, ২৬ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। অধিনায়ক সুমন ১০ বলে ২৩ এবং শিবলু ৬ বলে ২০ রান যোগ করলে নির্ধারিত ১২ ওভারে ফ্রিডম-২৪ এর স্কোরবোর্ড থামে ২১৫ রানে ৩ উইকেট হারিয়ে।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে ইয়াং ফাইটার্সও শুরুটা দারুণ করেছিল। ওপেনার ফয়সালের ঝোড়ো ইনিংস-২১ বলে ৬০ রান, এক পর্যায়ে ম্যাচকে করে তোলে রোমাঞ্চকর। কিন্তু মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় ইয়াং ফাইটার্স। শেষ ২ ওভারে যখন দরকার ছিল ৫০ রান, তখন বল হাতে আসে অধিনায়ক সুমনের যাদু! তিনি মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ পর্যন্ত ইয়াং ফাইটার্স ১২ ওভারে ১৭৯ রানেই থেমে যায়, হার মানে ৩৬ রানে। বোলিংয়ে সুমন ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফখরুল ২৮ বলে ৭৬ রান করে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

পুরো পিসিএল জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

এই জয়ের মাধ্যমে ফ্রিডম-২৪ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে এবং পুরো মাঠজুড়ে দর্শকরা উপভোগ করে এক অনবদ্য ক্রিকেট উৎসব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেনবাগে পিসিএল ২০২৫ এর রোমাঞ্চকর ২য় ম্যাচে ৩৬ রানে ফ্রিডম-২৪ এর দাপুটে জয়!

আপলোড সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

রোববার (১২ অক্টোবর) আর সেই আয়োজনে বিকেল ৩টায় অনুষ্ঠিত ২য় ম্যাচে মাঠ কাঁপালো দুই শক্তিশালী দল ফ্রিডম-২৪ বনাম ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্রিডম-২৪। শুরু থেকেই ব্যাট হাতে আগুন ঝরাতে থাকে তাদের দুই ওপেনার। ফখরুলের বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার বন্যা বয়ে যায় কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে। মাত্র ২৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। তার সঙ্গে দেলোয়ারও ছিলেন সমান তালে, ২৬ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। অধিনায়ক সুমন ১০ বলে ২৩ এবং শিবলু ৬ বলে ২০ রান যোগ করলে নির্ধারিত ১২ ওভারে ফ্রিডম-২৪ এর স্কোরবোর্ড থামে ২১৫ রানে ৩ উইকেট হারিয়ে।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে ইয়াং ফাইটার্সও শুরুটা দারুণ করেছিল। ওপেনার ফয়সালের ঝোড়ো ইনিংস-২১ বলে ৬০ রান, এক পর্যায়ে ম্যাচকে করে তোলে রোমাঞ্চকর। কিন্তু মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় ইয়াং ফাইটার্স। শেষ ২ ওভারে যখন দরকার ছিল ৫০ রান, তখন বল হাতে আসে অধিনায়ক সুমনের যাদু! তিনি মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ পর্যন্ত ইয়াং ফাইটার্স ১২ ওভারে ১৭৯ রানেই থেমে যায়, হার মানে ৩৬ রানে। বোলিংয়ে সুমন ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফখরুল ২৮ বলে ৭৬ রান করে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

পুরো পিসিএল জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

এই জয়ের মাধ্যমে ফ্রিডম-২৪ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে এবং পুরো মাঠজুড়ে দর্শকরা উপভোগ করে এক অনবদ্য ক্রিকেট উৎসব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন