রিয়াদে টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ৩৩ তম বর্ষপূর্তি উদযাপন
- আপলোড সময় : ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ২১১ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ৩৩ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের মারওয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন,বিশ্বাস সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়।
কোম্পানির ম্যানাজার মিজানুর রহমানের সভাপতিত্বে ও কবি মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান সি আই পি মাহবুবুল আলম মানিক, বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং ডিক্টেটর সি আই পি মোসাম্মাদ জেসমিন আক্তার, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম সহ কোম্পানির সেলসম্যান ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কোম্পানির কর্মচারীরা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিক্টেটরকে ফুল দিয়ে বরন করে নেন এবং প্রতিষ্ঠানটির সেরা সেলসম্যানদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।