৯২০ জন জিপিএ-৫ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে অসামান্য সাফল্যে আনন্দের জোয়ার

- আপলোড সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ২৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক দীপ্ত আলোকস্তম্ভের নাম—ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। শিক্ষার আঙিনায় তারা যেন এক নিরলস কারিগর, যারা মনন ও মেধার কাঁচা রূপটিকে গড়ে তোলে সোনার মানুষে। সময়ের ক্যানভাসে তাদের উৎকর্ষের রেখাচিত্র আজ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কলেজ প্রাঙ্গণে যেন আনন্দের জোয়ার বয়ে যায়। ৯২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের যে গৌরব ছুঁয়ে দেখেছে, তা কেবল একটি পরিসংখ্যান নয়—এ এক স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের গল্প। প্রতিটি নামের পেছনে আছে নির্ঘুম রাত, অনুপ্রেরণার আলো, আর শিক্ষকদের স্নেহে গড়া এক অটুট অধ্যবসায়।
কলেজ সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৩,১৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩,১৭২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯.৬৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৭ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার হার ২৮.৮৩ শতাংশ।
প্রাঙ্গণে তখন উৎসবের রঙ—কেউ হাসছে, কেউ কাঁদছে আনন্দে, কেউ ছুটে যাচ্ছে প্রিয় শিক্ষকের হাতে ফুল তুলে দিতে। বাতাসে মিশে আছে করতালির শব্দ, ভেসে আসছে জয়ধ্বনি। প্রতিটি মুখে উজ্জ্বল এক সূর্যোদয়ের ছায়া, প্রতিটি চোখে দেখা যায় নিজের ভবিষ্যতের দিগন্ত। হাতে ফুল, মুখে হাসি, চোখে গর্বের ঝিলিক—শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মিলনমেলায় যেন জন্ম নিয়েছে এক উৎসব। বাতাসে ভেসে বেড়ায় অর্জনের উচ্ছ্বাস, করতালির সুরে প্রতিধ্বনিত হয় সাফল্যের সংগীত।
এই সাফল্য যেন শুধু ফলাফলের গর্ব নয়—এ যেন জ্ঞানের মন্দিরে আলো জ্বালানোর এক নতুন উৎসব। এখানে শিক্ষকরা শুধু পাঠ দেন না, তারা চরিত্র গড়েন; এখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার প্রস্তুতি নেয় না, তারা মানুষ হওয়ার সাধনা করে।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। আমরা শুধু ফলাফলে নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে সমানভাবে কাজ করছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসই আমাদের প্রধান লক্ষ্য। এই সাফল্য আমাদের অধ্যবসায় ও সততার ফল। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ আজ রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা আমাদের সবার জন্য গর্বের।
এ এক আনন্দের দিন, তবুও এর ভেতর লুকিয়ে আছে নীরব কিছু স্বপ্ন—যারা আগামীতে আরও দূর এগিয়ে যাবে, দেশের, সমাজের, মানবতার আলো হয়ে। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ আজ যেন এক দীপ্ত প্রতীক, যেখানে শিক্ষা কেবল সাফল্যের পথ নয়, এটি এক শিল্প, এক যাত্রা, এক আলোকের অভিষেক।