শিরোনাম :
বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
- আপলোড সময় : ০৬:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৪২ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় ৯৪ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২২ অক্টোবর ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন আরাফাত (২২)। এ সময় তার হেফাজত ও দেখানো মতে বসতঘর সংলগ্ন ডোবা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াছিন আরাফাতসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।