গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে কাদরা হামেদিয়া মাদ্রাসায় অভিভাবক-শিক্ষার্থীদের স্মারকলিপি জমা
- আপলোড সময় : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে
কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি গোপনে ভোটের প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি পেশ।
সোমবার ( ২৭ অক্টোবর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আয়োজনের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
গণস্বাক্ষরসহ জমা দেওয়া স্মারকলিপিতে নির্বাচনের পূনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্যা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাদরা বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক বাবুল, ৪নং কাদরা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও কাদরা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল আলম মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যা আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এয়াছিন আলী বাবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক অভিভাবক সদস্য মোঃ নুর নবী দুলু ও মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, স্বেচ্ছাসেবক দল নেতা তোফায়েল আহমেদ ভূঞা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম হৃদয়, সেক্রেটারি মোহাম্মদ উল্যা, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও সাংবাদিক এম এ আউয়াল প্রমুখ।
অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, “গোপনে নির্বাচন আয়োজন করে স্বচ্ছতা ও গণতন্ত্রের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাই, প্রশাসনের হস্তক্ষেপে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হোক।”
এ সময় ইউএনও শিরীন আক্তার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।















