ডেমরায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেফতার ৬ জন কারাগারে
- আপলোড সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
ডেমরায় ছাত্রলীগ-যুবলীগ সদস্যদের করা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগানমূখর মিছিল থেকে পুলিশের অভিযানে গ্রেফতার ৬ জনকে শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বামৈল ব্রিজ সংলগ্ন ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়েতে ওই দু’টি সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
পরে শুক্রবার রাতে ডেমরা থানার এসআই এম সাদ্দাম হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাব্বি হোসেন (১৬), ইমাম হোসেন রাজন (১৭), মো. আরিফ (১৬), মো. ফেরদৌস (১৭), মো. সাব্বির হোসেন (১৭) ও মো. আ. কাদির সিফাত (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি নিষিদ্ধ সংগঠনের ব্যানার জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক হিসেবে নাম এসেছে ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু বক্কর (২০), আওয়ামী লীগের সাবেক কাউন্সিল পদপ্রার্থী মো. হানিফ তালুকদার (৫০), ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর (২৮), এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম আবিরের (২২) নাম।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গত শুক্রবার দুপুরে বামৈল ব্রিজ সংলগ্ন এক্সপ্রেসওয়েতে আকস্মিকভাবে একটি মিছিল বের করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। মিছিলে তারা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কনিমূলক স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মো. হানিফ তালুকদার ও আকরামুল ইসলাম সাগরের আর্থিক সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে এ মিছিল সংগঠিত করে।


















