৪২ হাজার ডলারে মেসির সঙ্গে পানাহারের সুযোগ, পুলিশ বলছে প্রতারণা
- আপলোড সময় : ০৪:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৩৮৪ বার পড়া হয়েছে
লিওনেল মেসি মানেই মনভরানো ফুটবল; সেটা ভক্ত-দর্শকদের চোখে। আর ব্যবসায়ীদের চোখে মেসি মানে বাণিজ্য, মেসি মানে অর্থের হাতছানি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জনপ্রিয়তাকে পুঁজি করতে চান কমবেশি সবাই। তাই বলে প্রতারণা!
এই মুহূর্তে চীনের বেইজিংয়ে চলছে এমনই এক প্রতারণা। চীনের পুলিশ অবশ্য এ ব্যাপারে সতর্ক। তারা জনসাধারণকে জানিয়েছে, মেসির নাম ব্যবহার করে প্রতারণা চলছে, কেউ যেন এসব ফাঁদে পা না দেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মেসি এখন চীনে। ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার মেসি বেইজিংয়ে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁর খ্যাতি ব্যবহার করে অসাধু একটি চক্র টাকাপয়সা কামিয়ে নিতে তৎপর হয়েছে। সেই চক্র বিজ্ঞাপন দিয়েছে, ৪২ হাজার মার্কিন ডলারের (চীনের মুদ্রায় তিন লাখ ইউয়ান) বিনিময়ে মেসি-ভক্তরা তাঁদের স্বপ্নের নায়কের সঙ্গে বসে পানাহার করতে পারবেন। এই বিজ্ঞাপন চীনজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
চীনা পুলিশ এ বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, এ ধরনের বিজ্ঞাপন পুরোপুরি প্রতারণা। মেসি-উন্মাদনাকে ব্যবহার করে অসাধু এক চক্রের টাকাপয়সা হাতিয়ে নেওয়ার ফাঁদ।