‘নাকফুল’ শেষে ‘লিপস্টিকে’ আদর-পূজা
- আপলোড সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ৩৮৫ বার পড়া হয়েছে
ফের একসঙ্গে জুটি বাঁধছেন লোকাল খ্যাত চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। এর আগে ‘নাকফুল’ সিনেমায় জুটিবদ্ধ এই কাজ করেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। যদিও এই ‘নাকফুল’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এরমধ্যেই ‘লিপস্টিক’ সিনেমায় জুটি বাঁধছেন আদর-পূজা। তাদের দর্শক ভক্তরা এবার লিপস্টিকে দেখতে পারবে আদর-পূজার রসায়ন।২০ জুলাই থেকে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে বলে জানা যায়। পূজা ক্যারিয়ারের শুরু থেকেই নজর কেড়ে চলেছেন নেটিজেনদের। তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান থেকে শুরু করে সিয়াম, সজল, রোশানের মতো তারকাদের সাথে। গত ঈদেও পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি মুক্তি পায়।
গত ১৮ই জুন ‘লিপস্টিক’ সিনেমায় চুক্তবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী । পূজা জানান, আমি অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্তু কোনটাই আমাকে টানেনি। তবে ‘লিপস্টিক’ এর গল্প পরে মনে হয়েছে এটা আমার গল্প। এই গল্পে দর্শক আমাকে নতুন ভাবে দেখতে পারবে। তাই আমার মনে হলো আমার দর্শকদের জন্য এই সিনেমাটা আমার করা প্রয়োজন। তাই লিপস্টিকে যুক্ত হওয়া।
নায়ক আদর আজাদ বলেন, খুব সুন্দর একটি গল্প ‘লিপস্টিক’। এই সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আশা করছি আমরা খুব সুন্দর ভাবে ও ভালোভাবেই কাজটা শেষ করতে পারব। এই মুহুর্তে গল্প ও চরিত্রে বলতে চাচ্ছি না।