‘কাল অথবা পরশু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু’
- আপলোড সময় : ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৯০৫ বার পড়া হয়েছে
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে অবশেষে কয়লা নিয়ে পৌঁছেছে জাহাজ। শুক্রবার (২৩ জুন) দুপুর পৌনে তিনটার দিকে পায়রা সমুদ্রবন্দরের চ্যানেলে নোঙ্গর করা এমভি অ্যাথেনা নামের জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা নিয়ে আসা হয় পায়রায়। ফলে শনিবার অথবা রোববার দেশের বৃহত্তম এ তাপ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, শনিবার ভোরে বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে জাহাজটি পৌঁছাবে। পুরো কয়লা শনিবারের মধ্যেই টার্মিনালে খালাস করা হবে। সবকিছু ঠিক থাকলে শনিবার রাত অথবা রোববারের মধ্যে পুনরায় উৎপাদনে যেতে পারবে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রটি।
পায়রা সমুদ্র বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা বোঝাই জ্বালানি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা এমভি অ্যাথেনা নামের জাহাজটি বৃহস্পতিবার রাত ৩টায় পায়রা বন্দরের ইনারে অ্যাংকর করেছে। জাহাজটি ১০ মিটার গভীরতায় পায়রা বন্দরের ইনার অ্যাংকরে অবস্থান করছে।
আজিজুর রহমান আরও জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে। আসন্ন ঈদুল আযহার পর ধাপে ধাপে জ্বালানি নিয়ে আরও অন্তত ১০টি জাহাজের বন্দরে আসার কথা রয়েছে।
১৩২০ মেগাওয়াটের এই কেন্দ্রে প্রথমে চালানো হবে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট। পরবর্তীতে দ্বিতীয় ইউনিটটিও উৎপাদনে যাবে বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।
প্রসঙ্গত, ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দুপুর ১টা ৪৫মিনিটের সময় বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের ৯ শতাংশ।