ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- আপলোড সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ৪৬৪ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এখনও কোথাও যানজট তৈরি হয়নি। ফলে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনো যানজট তৈরি হয়নি। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে।
মনির হোসেন নামে যাত্রী বলেন, মঙ্গলবার ভোরে বাস কাউন্টারে এসেছি। কিন্তু ভাড়া বেশি চাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম জানান, যানজট নিরসনে আমরা নিরলস কাজ করছি। আশা করছি এবার ঘরমুখো মানুষ কোনো দুর্ভোগ ছাড়াই তাদের গন্তব্যস্থলে যেতে পারবেন।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ৪০ জন পুলিশ মোতায়েন আছে। সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ও ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন আছে।