নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় শোক দিবস পালন
- আপলোড সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ৩৯৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের
সভাপতি এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু।
এ দিনে সকাল থেকেই উপজেলার ১০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধীক স্পটে খিচুরী রান্না করা হয়। দুপুরের পর থেকে কাঙ্গালী ভোজ শুরু করা হয়। এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সহ আওয়ামীলীগ দলিয় নেতাকর্মীরা বিভিন্ন স্পট ঘুরে দেখেন এবং কাঙ্গালী ভোজের খিচুরী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া,আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলীসহসকল ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণ তার সঙ্গে ছিলেন। সকাল ৯টার দিকে সরে জমিনে গিয়ে দেখা যায় যে,হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হক ভূঁইয়া, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিন মোল্লা, মজিবুর রহমান ভূঁইয়া, মোস্তফা মেম্বার, কামাল হোসেন ভূঁইয়া এবং তাঁতিপাড়া কলাগাছিয়ায় ৩ নং ওয়ার্ড সদস্য শাখাওয়াত মেম্বারের নেতৃত্বে খিচুরী রান্না করা হচ্ছে।