নরসিংদীতে ১০০ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক
- আপলোড সময় : ০৩:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও সিপিএসসি আদমজীনগর এর যৌথ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এসময় ০১টি মিনি ট্রাক ও ০১ টি মাইক্রাবাস জব্দ করা হয়।
গত ১৯ আগস্ট ভোর ০৪:৫০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও সিপিএসসি আদজমীনগর এর যৌথ আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন সাহেপ্রতাব মােড়ে অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা ও ৮০ বােতল ফেন্সিডিল সহ ০৫ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলাে ১। মোঃ মিজানুর রহমান (২৬), পিতা- মৃত মঞ্জু মুন্সি, মাতা- মােছাঃ রানি বেগম, সাং- পশ্চিম বক্সনগর, থানা- ডেমরা, জেলা- ঢাকা, ২। মোঃ রাব্বি হােসেন মােল্লা (২৪), পিতা- মোঃ নজরুল ইসলাম মােল্লা, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- খলিসাকুড়ি, থানা- জামালপুর, জেলা- জামালপুর, ৩। মোঃ সােহান (২২), পিতা- মোঃ ইসা মিয়া, মাতা- সােহেদা বেগম, সাং- বেলগড়, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ৪। রাসেল আহমেদ (২৭), পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- রাশেদা বেগম, সাং- পশ্চিম বক্স নগর, থানা- ডেমরা, জেলা- ঢাকা, ৫। সােহেল মিয়া (২৫), পিতা- মৃত কুদ্দুস মিয়া, মাতা- কুসমোন বেগম, সাং- জগদেশপুর চা বাগান, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা ও ৮০ বােতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ১১,২০০/- টাকা, ০৬ টি মােবাইল, ১০টি সীমকার্ড, ০১টি মিনি ট্রাক, ০১ টি মাইক্রােবাস জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যােগসাজসে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গােয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯/০৮/২০২৩ তারিখে নরসিংদী জেলার সদর থানাধীন সাহেপ্রতাব মােড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক দ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে আটক করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এছাড়া ও আটক মিজানের বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত মে মাসে মাদকসহ আটকের অভিযোগ পাওয়া গেছে।