পরকিয়া ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় স্ত্রীকে ডিভোর্স, স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা
- আপলোড সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৫৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসায়ির সাথে স্ত্রীর পরকিয়া এবং প্রেমিকের সাথে মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এক স্বামী। এতে ক্রদ্ধ হয়ে ওই স্বামী ও তার পরিবারের সদস্যদের নামে ৮ আগষ্ট একটি যৌতুক মামলা দিয়েছন স্ত্রী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকায়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দিঘলদী গ্রামের মৃত: সামসুল বারেকের ছেলে আবদুল্লাহর সাথে ২০০২ সালে বিয়ে হয় আড়াইহাজার পৌরসভার কামরানীরচর এলাকার কিরণ মোল্লার মেয়ে রোকসানা আক্তার রত্নার। এর পর ২০০৫ সালে আব্দুল্লাহ মালয়েশিয়া প্রবাসে চলে যান।
তিনি ২০১৮ সাল পর্যন্ত প্রবাস জীবন অতিবাহিত কেরন। এর মধ্যে তাদের কোন সন্তানাদী না হওয়ায় ১০ বছর আগে তারা সাফোয়ানা নামে এক কন্যা সন্তানকে দত্তক নেন। কিন্তু আব্দুল্লাহ বিদেশে থাকার সুযোগে রত্না লষ্করদী এলাকার সামাদের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি নুরু মিয়ার সাথে পরকিয়ার সম্পর্কে জড়িত হয়ে সেও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। ইতি মধ্যে বিয়ের বিশ বছর পর ২০২০সালে রত্না একটি কন্যা সন্তান প্রসব করে। সন্তান প্রসবের সময় হাসপাতালে গ্র্যান্টার হিসেবে পরকিয়া প্রেমিক নুরু মিয়া স্বাক্ষর করে।
তাছাড়া রত্নার হেফাজতে পরকিয়া প্রেমিকের ২টি পাসপোর্ট পাওয়া যায়। ইংরেজি ২০২৩ সালের ৬ মে রত্না ৯৫ পিস ইয়াবাসহ র্যাব ১১ এর হাতে রূপগঞ্জের বরপা এলাকা থেকে গেফতার হয়ে জেল হাজত খাটে। রূপগঞ্জ থানার মামলা নং ২৩/২৯৬, তাং৬-৫-২০২৩ ইং। রত্নাকে এ অনৈতিক কাজ থেকে ফিরিয়ে আনতে তার নামে ২ শতাংশ জমিও ক্রয় করে দেয় আব্দুল্লাহ। কিন্তু কিছুতেই রত্না সুপথে ফিরে না আসায় রত্নার প্রতি মনক্ষুন্ন হয়ে রত্নাকে ৭ জুন ২০২৩ ইং ডিভোর্স দেয় আব্দুল্লাহ।
ফলে রত্না ক্ষুব্ধ হয়ে আব্দুল্লাহ ও তার পরিবারের ৫ সদস্যের নামে ৮ আগষ্ট নারায়ণগঞ্জ আদালতে নারী শিশু আইনে একটি মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী আব্দুল্লাহ জানান, আমার গত ১৩ বছরের প্রবাস জীবনের সকল টাকা পয়সা রত্না তার প্রেমিক মাদক ব্যবসায়ী নুরু মিয়ার পিছনে নষ্ট করে আমার জীবন বিপন্ন করেছে।