ডেমরায় তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত: আহত ১

- আপলোড সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৮৭২ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-চ-৪১০৩৯৬) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুল্লাহ (২২) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা নিহতের বন্ধু নিষাদ (২৩) গুরুতর আহত হয়। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হওয়ার পাশাপাশি তার পা ও পায়ের গোড়ালির মাংস খুলে যায়। এ সময় ডেমরা থানা পুলিশ ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিষাদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে ডেমরা থানা পুলিশ সূত্রে জানা পাওয়া গেছে।
নিহত বাবা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ও নিষাদ মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিল। বুধবার বিকেলে তারা স্টাফ কোয়ার্টার পৌঁছালে তেলবাহী ওই ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দু’জন। এ সময় আব্দুল্লাহ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। পরে আহত অবস্থায় নিষাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিষাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও তেলবাহী ওই ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়। নিহত আব্দুল্লাহ সারুলিয়া ট্যাংরা ক্যানেলপার এলাকার ভাড়াটিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুলারামপুর গ্রামের মো. বিদ্যান মিয়ার ছেলে। আব্দুল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন তার বাবা। আর এ রিপোর্ট লেখা পর্যন্ত নিষাদের পরিবারের কোন পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে ছেলেটির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।