শিরোনাম :
আড়াইহাজারে সফরআলী কলেজে ছাত্র ছাত্রী ও অভিভাবক সমাবেশ
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ১০:৩২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ৩৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াসউদ্দীন।
সভায় সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাক এবং শিক্ষকগণসহ কলেজের ছাত্র সংসদের ভিপি মাহাদী হাসান রিফাত, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইসহাক, অভিভাবক ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি বাছেদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে সভায় আলোচনা করা হয়। অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দীন জানান, প্রায় ১ হাজার ১শ জন অভিভাবককে উক্ত অনুষ্ঠানে মোবাইলে মেসেেজর মাধ্যমে, চিঠি দিয়ে এবং মোবাইল কলে দাওয়াত করা হয়।