আমারদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল ঢাকা থেকে ফেরার পথে রূপগঞ্জে ছিনতাইকারীর কবলে
- আপলোড সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ৬২১ বার পড়া হয়েছে
আমারদেশ প্রতিদিন অনলাইন পোর্টালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নাজমুল হোসেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। বুধবার রাত ৯ টার দিকে তিনি ঢাকা থেকে তার নিজ বাড়ী আড়াইহাজারের মোল্লারচরে আসার পথে রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তাকে মারপিটে আহত করে তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।
নাজমুল হোসেন জানান, ওই সময় তিনি কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়া পর্যন্ত আসার জন্য একটি কালো রঙের প্রাইভেট কার ভাড়া করেন। গাড়ীতে ওই সময় চালক ছাড়াও আরো দুজন লোক ছিল। তিনি গাড়ীতে ওঠার পর আরো দুজন লোক ওই গাড়ীতে উঠলে চালক গাড়ী চালাতে শুরু করে। গাড়ীটি রূপগঞ্জের নীলা মার্কেট এলাকায় আসলে চালক গাড়ীটি পূর্বাঞ্চলের রাস্তায় ঢুকিয়ে দেয়। এর পর চালকসহ গাড়ীতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা নাজমুলের হাত, পা, চোখ এবং মুখ বেঁধে বেধরক পিটিয়ে আহত করে তার উল্লেখিত মালামাল, টাকা পয়সা এবং তিনটি ব্যাংকের এটিএম কার্ড, পাসপোর্টসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। এর পর তাকে গাড়ীতে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে চোখ ও হাত বাঁধা অবস্থায় বানিজ্যমেলার স্থানের বিপরীত দিকে লেকের পাড়ে ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুলতা গাউছিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন। সেখান থেকে তিনি অনেক কষ্টে বাড়ীতে ফিরেন। এ ব্যপারে রূপগঞ্জ থানায় নাজমুল হোসেন বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য রূপগঞ্জ থানায় বৃহষ্পতিবার দায়িত্বরত ডিউটি অফিসার এস আই পরেশ এর ০১৭৬২১৯৪১৬৯ নম্বরের মুঠো ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।