আড়াইহাজারে এলপি গ্যাসের সংকট, চাহিদার তুলনায় সরবরাহ কম
- আপলোড সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৩১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলপি গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। এর মধ্যে বসুন্ধরা এলপি গ্যাস গত প্রায় ২ মাস যাবৎ মার্কেট আউট রয়েছে বলে ক্রেতারা জানান। অন্যান্য গ্যাসের দাম গত এক সপ্তাহে সিলিন্ডার প্রতি
২ থেকে ৩ শ টাকা করে বাড়িয়ে বিক্রি করা হচ্ছে বলে জনা গেছে। ক্রেতারা জানান, বসুন্ধরা এলপি গ্যাস মার্কেট আউট হয়ে যাওয়ার কারণে অপরাপর গ্যাস গুলো চড়া দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তবে বসুন্ধরা এলপি গ্যাসের সংকটের কথা স্বীকার করলেও “মার্কেট আউট” -এ কথা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ডিলার।
আড়াইহাজার উপজেলার প্রায় প্রতিটি ঘরে ঘরে এখন এলপি গ্যাস ব্যবহার করা হচ্ছে। তা ছাড়া বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং চা ষ্টল গুলোতেও এলপি গ্যাসের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। ফলে এলপি গ্যাসের চাহিদা প্রচুর। গ্যাস
ব্যবহারকারীরা সাধারণত বসুন্ধরা এলপি গ্যাস বেশি ব্যবহার করে থাকেন।
কিন্তু বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার প্রতি গত কয়েক মাসে ১ হাজার ৩ শ টাকা থেকে দাম বেড়ে ১ হাজার ৯ শ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে জানাগেছে। সব চেয়ে বড় কথা হলো গত প্রায়
৩ মাস ধরে এলাকায় বসুন্ধরা এলপি গ্যাস পাওয়া যায়না বলে অজুহাত দেখিয়ে অন্যান্য গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ২ থেকে ৩শ টাকা বাড়িয়ে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। সেই হিসেব অনুযায়ি ডেল্টা সিলিন্ডার ( ছোট) ১ হাজার ৪ শ টাকা, ফ্রেশ ১ হাজার ৪শ টাকা, বি এম ১ হাজার ৩ শ ৫০ টাকা, বেক্সিমকো ১ হাজার ৬ শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে বুধবার ( ৩০ আগষ্ট) বিভিন্ন এলাকায় সরে জমিনে গিয়ে তথ্য গুলোর প্রমান মিলেছে। বিশনন্দী এলাকার ব্যবসায়ি ও ফ্রেশ এলপি গ্যাসের ডিলার মাহাবুব জানান, ফ্রেশ এলপি গ্যাস সিলিন্ডার ( ছোট) এখন ১ হাজার ৩ শ
২০ টাকায় বিক্রি হচ্ছে। জে এম আই এলপি গ্যাসের ডিলার গোপালদী বাজারের ব্যবসায়ি সোহাগ জানান, গ্যাসের সংকটের কারণে খুচরা বাজারে সিলিন্ডার প্রতি ১ থেকে ২ শ টাকা করে দাম বেড়েছে। তিনি ছোট সিলিন্ডার ১ হাজার ২শ টাকা করে বিক্রি করছেন বলে জানান। বেক্সিমকো এলপি গ্যাসের ডিলার প্রভাকরদী বাজারের ব্যবসায়ি আজাহার জানান, “বাজারে প্রতি চালানে গ্যাসের চাহিদা থাকে ২ হাজার সিলিন্ডার। কিন্তু সরবরাহ পাওয়া যায় মাত্র ৫শ থেকে ৭ শ সিলিন্ডার। তা ছাড়া আমাদের চড়া দামে সিলিন্ডার ক্রয় করে পরিবহন খরচ দিয়ে সিলিন্ডার প্রতি ৫০ টাকা থেকে ১শ টাকা লাভ রেখে বিক্রি করলে বিক্রি মূল্য ১ হাজার ৪ শটাকা পড়ে যায়। কোন কোন খুচড়া বিক্রেতা নিজস্ব কৌশলে সংকট দেখিয়ে আরো বেশি দামে সিরিন্ডার বিক্রি করে থাকেন। এর জন্য কোম্পানী বা ডিলার দায়ি নয়”। আড়াইহাজার পৌর বাজারের ব্যবসায়ি ও বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার দুলাল মুন্সি ”বসুন্ধরা এলপি গ্যাস মার্কেট আউট”- এ কথা অস্বীকার করে জানান, বাজারে গ্যাস আছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তিনি প্রতি সিলিন্ডার ১ হাজার ৫ শ টাকায় বিক্রি করছেন বলে জানান।