সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
- আপলোড সময় : ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ৬৬৯ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ থানা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে এ আয়োজন করা হয়।
আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।
এসময় অন্যদের মধ্যে ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি ইয়াছিন মিয়া, সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার, থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, মো: ফারুক হোসেন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল, আওয়ামী নেতা হাকিম, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ প্রমূখ।