ডেমরায় দুই পরিবারের মধ্যে প্রতিশোধমূলক মারামারি:গ্রেফতার ৮ জন কারাগারে
- আপলোড সময় : ১০:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২২ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধমূলক মারামারি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পরিবারের গ্রেফতার ৮ জনকে রোববার বিকালে কারাগারের পাঠানোর নির্দেশ দেন আদালত। এ বিষয়ে ডেমরা থানায় শনিবার দিনগত রাত সাড়ে ১২ দিকে উভয় পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। ওই রাতেই পুলিশ ৮ জনকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠায়। শনিবার বেলা ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় এসব ঘটনা ঘটে। ওই এলাকার রেহানা আক্তার (৪৫) প্রথমে প্রতিবেশী রোকসানা বেগমের পরিবারের সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে রোকসানা বেগম রেহানার পরিবারের ৪ সদস্যসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন। রেহানা আক্তারের মামলায় গ্রেফতারকৃতরা হলেন—আবুল হাশেম (৫৮), মো. মামুন (৫০), মো. নজরুল ইসলাম (৩৪), সুমি আক্তার (৩০), রোকসানা বেগম (৬৫)। রোকসানা বেগমের মামলায় গ্রেফতারকৃতরা হলেন— রেহানা আক্তার (৪৫), রাবিনা আক্তার ইভা (২৫) ও মোছা. আফসানা আক্তার (২২)।
প্রত্যক্ষদর্শী ও দুই বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত শনিবার সকালে রোকসানার স্বামী আবুল হাশেম রেহানাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রেহানা পরিবারের সদস্যরা হাশেমকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় তার স্ত্রী মেয়েরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরবর্তীতে রোকসানা বেগম তার পরিবারের সদস্যরা সহ ১০ জন মিলে রেহানার বাড়িতে গিয়ে মারামারি করে। এদিকে মারামারির ঘটনায় উভয় পক্ষের নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে।